মোহামেডানের সাবেক ফুটবলার মানিক আর নেই

মস্তিস্কের রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও মোহামেডানের সাবেক মিডফিল্ডার নুরুল হক মানিক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2020, 12:34 PM
Updated : 14 June 2020, 12:57 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মানিকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

“কদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট ছিল। দুপুর সাড়ে তিনটার দিকে ধানমন্ডির বাসাতে থাকতে ব্রেনস্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন তিনি; বাফুফেতে তারই সতীর্থ একজন কোচ আমাকে নিশ্চিত করেছেন এটা।”

“অনেক দিন ধরে তিনি বাফুফের কোচ ছিলেন। ছেলেদের বয়সভিত্তিক ও মেয়েদের দলের সঙ্গেও কাজ করতেন।”

১৯৮৫ সালে আরামবাগ ক্রীড়া সংঘে যোগ দেওয়া মানিক ১৯৮৮ সালে খেলেন ইয়ংমেন্স ফকিরেরপুলে। ১৯৮৯-৯৩ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নে খেলার পর ’৯৪-তে যোগ দেন মোহামেডানে। ঐতিহ্যবাহী এই দলের হয়ে খেলেন ১৯৯৮ সাল পর্যন্ত।

১৯৮৭ থেকে ৯৭ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলা এই মিডফিল্ডার ক্লাব পর্যায়ে আরামবাগ, ইয়ংমেন্স, ব্রাদার্স ও মোহামেডানের অধিনায়কও ছিলেন।

এক ম্যাচে অতিথি খেলোয়াড় হিসেবে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের হয়ে এশিয়ান কাপ উইনার্স কাপে খেলেন মানিক।

সাবেক এই খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।