সমর্থকদের মিস করবেন বার্সা কোচ

হাজার-হাজার সমর্থকের সামনে খেলতে অভ্যস্ত তারা। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পাল্টে গেছে সবকিছু, খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন জানালেন, সমর্থকদের অভাব অনুভব করবেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2020, 04:55 PM
Updated : 7 June 2020, 04:55 PM

প্রায় তিন মাস বিরতির পর আগামী ১১ জুন রিয়াল বেতিস-সেভিয়া ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে লা লিগা। ফেরার পর্বে নিজেদের প্রথম ম্যাচ বার্সেলোনা খেলতে যাবে রিয়াল মায়োর্কার মাঠে; ১৩ জুন।

রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার কোচ সেতিয়েন জানালেন, সমর্থকদের উপস্থিতিতে যে উদ্দীপনা থাকে, সেটার অভাব অনুভব করবেন তিনি।

“আমরা সেই উদ্দীপনা ও সমর্থকদের সমর্থন মিস করব; ম্যাচে যাদের খুব বড় একটা প্রভাব থাকে।”

“এটা বিশেষ একটা পরিস্থিতি, যেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। অবশ্য একই পরিস্থিতি থাকবে আমাদের প্রতিপক্ষের জন্যও। আমরা সমর্থকদের কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করব।”

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।