বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে জর্ডানের ১০ কোটি ডলার

বর্ণবাদ দূর করতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবার সঙ্গে মিলে লড়াই করতে চান মাইকেল জর্ডান। এজন্য ১০ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই বাস্কেটবল কিংবদন্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 09:34 AM
Updated : 6 June 2020, 09:50 AM

আগামী ১০ বছরে তার ও জর্ডান ব্র্যান্ডের পক্ষ থেকে এই অর্থ দেওয়া হবে, শুক্রবার এক বিবৃতিতে জানান ৫৭ বছর বয়সী জর্ডান। বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা সংস্থাগুলোতে যাবে এই অর্থ।

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে ঘিরে জ্বলে উঠেছে ক্ষোভের আগুন। বর্ণবাদের বিরুদ্ধে নতুন করে বিশ্বের মানুষ যখন বিক্ষোভে ফুঁসছে, তখন এই ষোষণা দিলেন জর্ডান।

গত ২৫ মে মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশ হেফাজতে মারা যান। একটা সময় বাস্কেটবল ও ফুটবল খেলতেন ফ্লয়েড।