কুবালাকে ছাড়ানোর লক্ষ্য সুয়ারেসের

অনাকাঙ্ক্ষিত বিরতি লুইস সুয়ারেসের সামনে এনে দিয়েছে মৌসুমে আবারও মাঠে নামার সুযোগ। তার সামনে এখন এই মৌসুমেই বার্সেলোনার তৃতীয় সর্বোচ্চ গোল করা লাজলো কুবালাকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 03:38 PM
Updated : 4 June 2020, 03:38 PM

মাইলফলকের দিকে বিশেষ নজর না থাকলেও বার্সেলোনার মতো বড় ক্লাবে নিজের চিহ্ন রেখে যাওয়াটা দারুণ হবে বলে করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

বার্সেলোনার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে নিজের চোট, করোনাভাইরাসের কঠিন সময়, লা লিগার ফেরা, দলীয় ও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কথা বলেন সুয়ারেস।

গত জানুয়ারিতে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয় সুয়ারেসের। ছিটকে যান চার মাসের জন্য। কোভিড-১৯ মহামারীর কারণে মৌসুম স্থগিত হওয়ায় আবারও মাঠে ফেরার সুযোগ পেয়েছেন চলতি মৌসুমে ১৪ গোল করা ও ১০টি করানো এই ফরোয়ার্ড।

বার্সেলোনার তৃতীয় সর্বোচ্চ গোলতাদা কুবালার (১৯৪) চেয়ে তিন গোল পিছিয়ে আছেন সুয়ারেস (১৯১)। হাঙ্গেরি ও স্পেনের হয়ে খেলা এই সাবেক তারকাকে ছাড়িয়ে যেতে চান তিনি।

“রেকর্ড ও চ্যালেঞ্জ আপনাতেই চলে আসে। আমাকে যতটা সম্ভব দলকে সাহায্যে করার দিকে নজর দিতে হবে।”

“কুবালার মতো ঐতিহাসিক খেলোয়াড়কে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকলে বার্সেলোনার মতো বড় দলের হয়ে একটি চিহ্ন রেখে যাওয়া সবসময়ই দারুণ ব্যাপার।”