সেমেদোকে বিক্রি করতে বার্সাকে বারণ

নেলসন সেমেদোকে বিক্রি করতে বার্সেলোনাকে বারণ করেছেন পর্তুগিজ ডিফেন্ডারের বেনফিকা কোচ হেলদার ক্রিস্তোভাও। তার মতে, সেমেদোকে ছেড়ে দেওয়া হবে ভুল সিদ্ধান্ত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 10:22 AM
Updated : 31 May 2020, 10:50 AM

গণমাধ্যমের খবর, এই ফুটবলারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইউভেন্তুস, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি। বিক্রির কথাও ভাবছে বার্সেলোনা।

এসপোর্তে কোপকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্তোভাও কাতালান ক্লাবটিকে আরও একবার ভাবার কথা বলেছেন।

“সেমেদোকে বার্সেলোনার ছেড়ে দেওয়া হবে ভুল সিদ্ধান্ত। আমি জানি, অন্যান্য ক্লাব ওর জন্য ৩ থেকে ৪ কোটি ইউরো দিতে চাইবে। ইউভেন্তুস ও ম্যানচেস্টার সিটির আগ্রহ থেকেই তার মান বোঝা যায়।”

“সে খুবই নির্ভরযোগ্য এবং প্রতি বছর ক্লাবে উন্নতি করছে। ওর অবশ্যই আরও সামর্থ্য দেখানোর আছে। আমি চাই সে বার্সেলোনায় থাকুক।”

২০১২ সালের জানুয়ারিতে পর্তুগালের পেশাদার ক্লাব বেনফিকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেন সেমেদো। চুক্তি শেষে ২০১৭ সালে স্পেনের অন্যতম সফল ক্লাব বার্সেলোনায় যোগ দেন তিনি।