কামড় খেয়েও প্রশংসা!

২০১৪ বিশ্বকাপে ইতালি-উরুগুয়ের উত্তপ্ত ম্যাচে জর্জো কিয়েল্লিনিকে কামড় দেওয়ায় তখন ভীষণ সমালোচিত হয়েছিলেন লুইস সুয়ারেস। তবে সেদিনের প্রতিপক্ষের ওপর এখন আর কোনো ক্ষোভ নেই ইতালিয়ান ডিফেন্ডারের। উল্টো আগ্রাসী মনোভাবের জন্য উরুগুয়ের স্ট্রাইকারের প্রশংসা করেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 10:47 AM
Updated : 22 May 2020, 02:12 PM

কিয়েল্লিনির ঘাড়ে কামড়ের সেই ঘটনা মাঠে রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় তাৎক্ষণিক কোনো শাস্তি পাননি। পরে চার মাস ও ৯টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হন সুয়ারেস। ইউভেন্তুস অধিনায়ক কিয়েল্লিনির আত্মজীবনী ‘লো জর্জো’তে উঠে এসেছে সেই ঘটনা।

“আগ্রাসী মনোভাব ফুটবলের একটা অংশ, আমি এটাকে অনুচিত বলতে পারি না। প্রতিপক্ষের একজনকে টপকে যেতে আপনাকে স্মার্ট হতে হবে।”

“আমি তার চাতুরতার প্রশংসা করি। সে যদি এটা হারিয়ে ফেলে, তাহলে সে সাধারণ একজন ফরোয়ার্ডে পরিণত হবে।”

উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের সেই ম্যাচে অদ্ভুত কিছু ঘটেনি বলে মনে করেন কিয়েল্লিনি।

“আমি (এদিনসন) কাভানিকে ম্যাচের অধিকাংশ সময় নজরে রেখেছিলাম, আরেক জন ছিল, যাকে নজরে রাখা কঠিন।”

“হঠাৎ টের পেলাম, ঘাড়ে কামড় খেয়েছি। এটাই ঘটেছিল, তবে মুখোমুখি লড়াইয়ে এটা ছিল তার কৌশল…সে আর আমি একই রকম। তার মতো আক্রমণাত্মক খেলোয়াড় আমি দলে নিতে চাইব।”

এই ঘটনার সময় ম্যাচ ছিল গোলশূন্য। শেষ দিকের গোলে ১-০ ব্যবধানের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে উরুগুয়ে, বিদায় নেয় ইতালি।