অনুশীলনে ফিরে উচ্ছ্বসিত রোনালদো

অন্য সবার মতো ক্রিস্তিয়ানো রোনালদোও ঘরবন্দি জীবনে অস্থির হয়ে উঠেছিলেন। অপেক্ষায় ছিলেন, কবে ফিরবেন মাঠে। অবশেষে অনুশীলনে ফিরতে পেরে ভীষণ খুশি ইউভেন্তুস ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2020, 10:59 AM
Updated : 20 May 2020, 10:59 AM

করোনাভাইরাস সমস্যা এখনও কাটেনি। খুব শিগগিরই এই মহামারী পৃথিবী থেকে বিদায় নেবে বলেও মনে হয় না। তারপরও প্রাথমিক ধাপ কাটাতে পেরে স্বস্তি বোধ করছেন রোনালদো।

মঙ্গলবার এক টুইট পোস্টে নিজের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে রোনালদো লেখেন, “ধৈর্য ধারণ করলে ও অবিচল থাকলে কঠিন সময় কাটিয়ে ওঠার পথ পাওয়া যায়।”

চলতি মাসের শুরুতে তুরিনে ফিরে ১৪ দিন সেলফ আইসোলেশন কাটিয়ে মঙ্গলবার অনুশীলনে যোগ দেন পর্তুগিজ তারকা।

এবারের মৌসুমে এখন পর্যন্ত ইউভেন্তুসের হয়ে ৩২ ম্যাচে ২৫ গোল করেছেন রোনালদো। সেরি আয় তার দল ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লিওঁর মাঠে ১-০ গোলে হেরেছিল ইউভেন্তুস। আর গত ফ্রেব্রুয়ারিতে ইতালিয়ান কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে এসি মিলানের মাঠে ১-১ ড্র করে তারা।

সবগুলো প্রতিযোগিতাই অবশ্য গত মার্চ থেকে স্থগিত আছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন গত সোমবার জানায়, অন্তত ১৪ জুন পর্যন্ত স্থগিত থাকবে দেশটির শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সেরি আ।