বুন্ডেসলিগায় ৫ বদলি নামানোর অনুমতি

বুন্ডেসলিগার বাকি ম্যাচগুলোয় প্রতিটি দলকে ম্যাচে পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর অনুমতি দিয়েছে জার্মান ফুটবল লিগ (ডিএফএল)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 10:26 AM
Updated : 15 May 2020, 10:26 AM

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ফুটবল মৌসুম আবার শুরু হলে ঠাসা সূচিতে বাড়তে পারে ফুটবলারদের চোট। সেই ভাবনায় আপাতত বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার ফিফার প্রস্তাব এই মাসের শুরুতে অনুমোদন দেয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি।

যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের ওপর। বুন্ডেসলিগা প্রথম কোনো শীর্ষ লিগ হিসেবে এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে।

ডিএফএলের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি প্রথম দুই বিভাগে অবনমন থাকার কথাও জানানো হয়। মৌসুম শেষ করতে প্রয়োজনে ৩০ জুনের নির্ধারিত সময়ের পরেও খেলা চালানো হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দুই মাসের বেশি স্থগিত থাকার পর ইউরোপের প্রথম শীর্ষ লিগ হিসেবে শনিবার মাঠে ফিরছে বুন্ডেসলিয়া। প্রতিযোগিতার বাকি সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।