করোনাভাইরাস: বুন্ডেসলিগার তিন ফুটবলার আক্রান্ত

জার্মানির শীর্ষ ফুটবল প্রতিযোগিতার দল এফসি কোলনের তিন জন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরও অনুশীলন চালিয়ে যাচ্ছে বুন্ডেসলিগার ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2020, 09:31 AM
Updated : 2 May 2020, 09:57 AM

দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের গত বৃহস্পতিবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরের দিন এক বিবৃতিতে তিন জন ফুটবলারের ফলাফল পজিটিভ আসার খবর জানায় ক্লাবটি। তাদের কারো মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি।

আক্রান্ত ফুটবলারদের নাম প্রকাশ করেনি ক্লাবটি। তবে তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

গত মাসের শুরুর দিকে অনুশীলনে ফেরে বুন্ডেসলিগার দলগুলো। তবে মাঠের খেলা কবে নাগাদ ফিরতে পারে, তা জানতে অন্তত আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

সবশেষ খবর মতে, জার্মানিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬২ হাজারের বেশি, মারা গেছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ।

আর্থিক দিক দিয়ে যথেষ্ট ভালো অবস্থানে না থাকা ক্লাবগুলো ও লিগ কর্তৃপক্ষ আশায় আছে, দুই মাসের স্থগিতাদেশের অবসান ঘটিয়ে মাঠে ফুটবল ফেরার সবুজ সংকেত দেওয়া হবে। দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল জানিয়েছেন, ফুটবল ফিরলে কখন, কীভাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৬ মে।