খেলতে না পেরে উদ্বিগ্ন নেইমার

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য থমকে আছে ফুটবলসহ সব ধরনের খেলাধুলা। কবে নাগাদ আবার শুরু হবে, তাও অজানা। এমন অনিশ্চয়তা উদ্বিগ্ন করে তুলেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2020, 03:36 PM
Updated : 23 April 2020, 03:37 PM

তবে নিজেকে প্রস্তুত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলে নিজের বাড়িতেই দীর্ঘদিনের ব্যক্তিগত কোচ রিকার্দো রোসার অধীনে চালিয়ে যাচ্ছেন প্রতিদিনের অনুশীলন।

রুটিন মেনে প্রতিদিনের কাজ চালিয়ে গেলেও মাঠের ফুটবল মিস করছেন নেইমার। কবে নাগাদ ফুটবল ফিরবে, সেই নিশ্চয়তা না থাকার কারণেই মূলত উদ্বিগ্ন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

“কবে আবার আমরা খেলতে পারব তা জানতে না পারাই উদ্বেগের কারণ। খেলা, মাঠের লড়াই, ক্লাবের আবহ, পিএসজির সতীর্থ, সবকিছু মিস করছি।”

“আমি নিশ্চিত, সমর্থকরাও যত দ্রুত সম্ভব সবাইকে মাঠে দেখতে চায়। যত দ্রুত ফেরা যায় ততই ভালো। আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেওয়া হবে।”

কোভিড-১৯ মহামারীর কারণে চলতি মৌসুমে ফুটবল স্থগিত হওয়ার আগে পিএসজির হয়ে ২২ ম্যাচে ১৮ গোল করেন নেইমার।