করোনাভাইরাস: সেরি আর মৌসুম অসমাপ্ত থাকার শঙ্কা

খেলা বন্ধ থাকবে অন্তত ৩ এপ্রিল পর্যন্ত। পরের পরিস্থিতি কী হবে তা নিয়ে শঙ্কায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এক সভা শেষে ইতালির শীর্ষ লিগ সেরি আর চলতি মৌসুম অসমাপ্ত থাকার শঙ্কা জানিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2020, 06:08 PM
Updated : 10 March 2020, 06:08 PM

গত সোমবার থেকে বন্ধ রয়েছে সেরি আসহ ইতালির সকল খেলা।

চলতি মৌসুম যদি অসমাপ্ত থেকে যায় বিকল্প কী হতে পারে এর খানিকটা ধারণা দিলেন এফআইজিসি প্রধান গাব্রিয়েল গ্রাভিনা। এতে রয়েছে প্লে-অফ খেলানোর ভাবনা, ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন না রাখা অথবা বর্তমান পয়েন্ট তালিকা ধরে চ্যাম্পিয়ন ঘোষণা করা।

প্লে-অফ হতে পারে চ্যাম্পিয়ন ঠিক করতে এবং সেরি বিতে নেমে যাওয়া তিনটি দল ঠিক করতে। বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী চ্যাম্পিয়ন ঘোষণা করা হলে টানা নবমবারের মতো শিরোপা জিতবে ইউভেন্তুস। রোববার ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে লাৎসিওকে পেছনে ফেলে শীর্ষে রয়েছে দলটি।

আগামী ২৩ মার্চ ফেডারেল কাউন্সিলের সভায় বিকল্পগুলো নিয়ে আলোচনা হবে।