করোনাভাইরাস: এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত

করোনাভাইরাসের কারণে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করতে সম্মত হয়েছে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মার্চ ও জুনে হওয়ার কথা ছিল ম্যাচগুলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2020, 04:38 PM
Updated : 9 March 2020, 04:50 PM

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

“এশিয়ার সদস্যদের সঙ্গে আলোচনার পর, ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।”

ফিফা ও এএফসির নির্দেশনা মেনে বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে এরই মধ্যে। ভেন্যু বদলের ঘোষণাও আসে বেশ কয়েকটি। অনেকে আবার দর্শকশূন্য মাঠে খেলার প্রস্তুতি নিয়ে রেখেছিল।

চলতি মাসের ম্যাচগুলো হওয়ার কথা ছিল ২৬ ও ৩১ তারিখে। আগামী ৪ ও ৯ জুন দ্বিতীয় আন্তর্জাতিক বিরতিতে হওয়ার কথা ছিল আরও ৩২টি ম্যাচ।

ফিফা ও এএফসি এই সম্মতিও দিয়ে রেখেছে, চাইলে সুরক্ষা নিশ্চিত করে ও পারস্পারিক সম্মতির ভিত্তিতে সদস্য দেশগুলো ম্যাচ খেলতে পারবে।