লিঁওর মাঠে ইউভেস্তুসের হার

একের পর এক আক্রমণ করে গেল ইউভেন্তুস। কিন্তু সেভাবে গোলরক্ষককে চ্যালেঞ্জই জানাতে পারলেন না ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালারা। দারুণ চেষ্টার পরও হার এড়াতে পারল না ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের বিপক্ষে নিজেদের প্রথম জয় পেল লিঁও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 10:05 PM
Updated : 27 Feb 2020, 08:08 AM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে লিঁও। ৩১তম মিনিটে একমাত্র গোলটি করেন লুকাস তুজা। 

চতুর্থ মিনিটে প্রথম ভালো সুযোগটি পায় ইউভেন্তুস। ডি বক্স থেকে রোনালদোর চমৎকার ক্রসে একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি হুয়ান কুয়াদরাদো।

প্রথমার্ধে গোলের জন্য চারটি শট নেয় ইউভেন্তুস। এর একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। অন্য দিকে একের পর এক আক্রমণ করে যাওয়া লিঁও গোলের জন্য নেয় ১০ শট। ৩১তম মিনিটে দারুণ ভলিতে জাল খুঁজে নেন তুজা। 

সেরি আয় টানা ১১ ম্যাচে গোল করে গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড স্পর্শ করা রোনালদো মাঝে মধ্যে ঝলক দেখিয়েছেন তবে তিনিও পরীক্ষা নিতে পারেনি গোলরক্ষকের।

দ্বিতীয়ার্ধে ফরাসি ক্লাবটি নিজেদের অনেকটাই গুটিয়ে নেয়। ৬৮তম মিনিটে সমতা আনার দারুণ একটি সুযোগ এসে যায় দিবালার সামনে। আলেক্স সান্দ্রোর কাছ থেকে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে বদলি নেমে গনসালো হিগুয়াইন পান আরেকটি ভালো সুযোগ। দিবালার দারুণ ক্রস কাজে লাগাতে পারেননি এই স্ট্রাইকার। খুব কাছ থেকে তিনিও শট নেন বাইরে।

৮৭তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন দিবালা। তবে তিনি ছিলেন অফ সাইডে। বাকি সময়ে জাল অক্ষত রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে লিঁও। ইউরোপের প্রতিযোগিতায় ইউভেন্তুসের বিপক্ষে আগের তিনটিতে হেরেছিল তারা। অন্য ম্যাচটি হয়েছিল ড্র। এবার জিতে আশা জাগাল কোয়ার্টার-ফাইনালে যাওয়ার।

আগামী ১৭ মার্চ ফিরতি লেগে ইউভেন্তুস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।