চেলসিকে খাদের কিনারায় ঠেলে দিল বায়ার্ন

গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধে জাল অক্ষত রাখে চেলসি। দ্বিতীয়ার্ধে আর পারেনি তারা। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলকে তাদের মাঠে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 10:04 PM
Updated : 25 Feb 2020, 10:21 PM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলে জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি বায়ার্ন। গোলমুখে দুটি শট নিলেও গোলের দেখা পায়নি ২০১১-১২ মৌসুমে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা চেলসিও।

একাধিক সেভ করেও চেলসিকে ম্যাচে রাখা গোলরক্ষক উইলি কাবাইয়ারো দ্বিতীয়ার্ধে আর পারেনি। ৫১তম মিনিটে রবের্ত লেভানদভস্কির বাড়ানো ক্রস থেকে বায়ার্নকে এগিয়ে নেন সের্গি জিনাব্রি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

ম্যাচ জুড়ে দারুণ আলো ছড়ানো লেভানদোভস্কি জালে দেখার পান ৭৬তম মিনিটে। ৩-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন।

আগামী ১৮ মার্চ আলিয়াঞ্জ অ্যারেনায় হবে ফিরতি লেগ। শেষ দিকে নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্কোস আলোনসো লালকার্ড পাওয়ায় কোয়ার্টার-ফাইনালের পথ আরও কঠিন হয়ে গেছে চেলসির।

মঙ্গলবার অন্য ম্যাচে নাপোলির মাঠ থেকে ১-১ ড্র নিয়ে ফিরেছে লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা।