শিরোপার আরও কাছে লিভারপুল

পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়েছে লিভারপুল। দারুণ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নেওয়ার পথে আরও এগিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 10:01 PM
Updated : 24 Feb 2020, 10:12 PM

অ্যানফিল্ডে সোমবার রাতে ৩-২ গোলের জয় পাওয়া লিভারপুলের ২৭ ম্যাচের পয়েন্ট ৭৯। বাকি ১১ ম্যাচের চারটিতে জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই ১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা উঠবে  ‘অল রেড’ নামে পরিচিত দলটির হাতে।
 
নিজেদের মাঠে ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবের্তো ফিরমিনোর শট এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যান ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। ডান দিক থেকে এই ইংলিশ ডিফেন্ডারের বাড়ানো ক্রস হেডে জালে জড়িয়ে দেন জর্জিনিয়ো ভিনালডাম।
 
লিভারপুলের এগিয়ে যাওয়ার স্বস্তি উবে যায় তিন মিনিট পরই। কর্নার থেকে হেডে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান ইসা দিয়ুপ। বলে হাত ছোঁয়ালেও শেষ রক্ষা করতে পারেননি গোলরক্ষক আলিসন।
 
প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও প্রথমার্ধে এগিয়ে যেতে পারেনি লিভারপুলের। দলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহর শট জাল খুঁজে পায়নি। ৩৯তম ভার্জিল ফন ডাইকের হেডও ক্রসবারে লেগে ফিরে।
 
৫৫তম মিনিটে ১২ গজ দূর থেকে বদলি নামা পাবলো ফোনালাস লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ৬৮তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে পাওয়া বল জালে জড়িয়ে লিভারপুলকে সমতার স্বস্তি এনে দেন সালাহ।
 
৮১তম মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। পাঁচ মিনিট পর সেনেগালের এই ফরোয়ার্ড আবারও বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। ভিএআর দেখে সিদ্ধান্ত দেন রেফারি। তবে বাকিটা সময় স্কোরলাইন ধরে রেখে লিগে ২৬তম জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল।