শীর্ষে ফিরল ইউভেন্তুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2020 10:08 PM BdST Updated: 16 Feb 2020 11:46 PM BdST
সেরি আয় অবনমন অঞ্চলের দল ব্রেসসিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে ইউভেন্তুস।
তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার ১০ জনের দলকে ২-০ গোলে হারায় ইউভেন্তুস। দুই অর্ধে একটি করে গোল করেন পাওলো দিবালা ও হুয়ান কুয়াদরাদো।
লিগে গত ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল হেল্লাস ভেরোনার মাঠে। জয়ে ফেরার পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেল ইউভেন্তুস। ইন্টার অবশ্য এক ম্যাচ কম খেলেছে। তবে দিনের পরের ম্যাচে লাৎসিওকে হারিয়ে শীর্ষে ফেরার সুযোগ আছে আন্তোনিও কন্তের দলের।
গত বৃহস্পতিবার ইতালিয়ান কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে এসি মিলানের মাঠে ১-১ ড্র করেছিল টানা আটবারের সেরি আ চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের একাদশে ছয়টি পরিবর্তন এনে মাঠে নামে ইউভেন্তুস। ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়ে আক্রমণের নেতৃত্বে আনা হয় গনসালো হিগুয়াইনকে।
অধিকাংশ সময় বলের দখল রাখলেও আক্রমণের শেষ ধাপে গিয়ে সুবিধা করতে পারছিল না ইউভেন্তুস। ৩২তম মিনিটে হিগুয়াইনের কাটব্যাক ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন বিদালা।
৩৭তম মিনিটে অ্যারন রামসিকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রেসসিয়ার ফরোয়ার্ড ফ্লোরিয়ান আইয়া। ডি-বক্সের সামান্য বাইরে পাওয়া সেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন দিবালা।

৪৯তম মিনিটে গোললাইন থেকে বল ফেরান সফরকারী ডিফেন্ডার স্তেফানো সাবেল্লি।
দ্বিতীয় গোলের জন্য স্বাগতিকদের অপেক্ষা ফুরোয় ৭৫তম মিনিটে। ব্লেইস মাতুইদির সঙ্গে বল দেওয়া নেওয়া করে ভিতরে ঢুকে কাছ থেকে ব্যবধান দ্বিগুন করেন কুয়াদরাদো।
দুই মিনিট পর উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুরের শট পোস্টে বাধা পেলে ব্যবধান বাড়েনি।
২৪ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ইউভেন্তুসের পয়েন্ট ৫৭। ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। তিনে থাকা লাৎসিওর পয়েন্ট ৫৩। তারাও এক ম্যাচ কম খেলেছে।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ