এবার চ্যাম্পিয়ন্স লিগেও অনিশ্চিত নেইমার

লিগ ওয়ানে আমিয়াঁর বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না পিএসজি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন দলটির কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2020, 02:36 PM
Updated : 13 Feb 2020, 02:37 PM

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা। পাঁজরের চোটের কারণে গত তিন ম্যাচে খেলতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই বুধবার দিজোঁকে ৬-১ গোলে হারিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে ওঠে পিএসজি। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানান টুখেল।

“আমি বলতে পারি না যে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সে (নেইমার) খেলার জন্যে শতভাগ ফিট থাকবে।”

“আমরা আলোচনা করে শুক্রবার সিদ্ধান্ত নেব, এজন্য এটাই সবশেষ সম্ভাব্য সময়। তার ফিটনেস নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না।”

“আমিয়াঁর বিপক্ষে আমরা (নেইমারকে নিয়ে) ঝুঁকি নিচ্ছি না, এটা নিশ্চিত। আমাদের শক্তিশালী একটা দল আছে। তাই যদি সামান্য দ্বিধাও থাকে তাহলে আমরা ঝুঁকি নেব না।”

গত ১ ফেব্রুয়ারি মোঁপেলিয়ের বিপক্ষে লিগ ম্যাচে চোট পান নেইমার। সেদিন পুরো সময় মাঠে থাকলেও ২৮ বছর বয়সী এই ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করা হয় দুই দিন পর।

দলের সঙ্গে অবশ্য পুরোদমে অনুশীলন করছেন বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড।