বড় জয়ে ব্যবধান কমাল বায়ার্ন

শালকেকে উড়িয়ে বুন্ডেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লাইপজিগের সঙ্গে ব্যবধান কমিয়েছে বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2020, 07:34 PM
Updated : 25 Jan 2020, 07:37 PM

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ৫-০ গোলে জিতেছে বায়ার্ন। লিগে এটি তাদের টানা পঞ্চম জয়।

মাঠে নামলে রবের্ত লেভানদোভস্কির গোল পাওয়াটা যেন নিয়মে পরিণত হয়েছে। তার নৈপুণ্যে শালকের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন পোলিশ স্ট্রাইকার।

আসরে এটি তার ২১তম গোল। টিমো ভেরনারকে ছাড়িয়ে গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন লেভানদোভস্কি।

বিরতির ঠিক আগে লেয়ন গোরেটস্কার হেড পাস পেয়ে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলার।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে নিজেই ব্যবধান আরও বাড়ান জার্মান মিডফিল্ডার গোরেটস্কা।

আট মিনিট পর লেভানদোভস্কির পাস পেয়ে স্কোরলাইন ৪-০ করেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা।

৮৯তম মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জার্মান মিডফিল্ডার সের্গে জিনাব্রি।

১৯ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে বায়ার্নের পয়েন্ট ৩৯। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লাইপজিগ।