সেভিয়ার বিপক্ষে নেই বেল-রামোস, ফিরছেন বেনজেমা

স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে অধিনায়ক সের্হিও রামোস ও ফরোয়ার্ড গ্যারেথ বেলকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। তবে চোট কাটিয়ে ফিরেছেন চলতি মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 09:33 AM
Updated : 18 Jan 2020, 09:33 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

দলের সঙ্গে শুক্রবার বেল ও রামোস অনুশীলন করলেও ১৯ জনের স্কোয়োডে তাদেরকে রাখেননি কোচ জিনেদিন জিদান। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের ম্যাচে গোড়ালির গাঁটে চোট পান রামোস। আর অসুস্থতার কারণে ওই সফরে ছিলেন না বেল। গত নভেম্বর থেকে বাইরে থাকা এদেন আজার এখনও দলে ফেরেননি।

পেশির চোটের কারণে স্প্যানিশ সুপার কাপে খেলতে পারেননি লিগে দলের সর্বোচ্চ ১২ গোল করা বেনজেমা। তবে সেভিয়া ম্যাচে তার খেলার সম্ভবনা রয়েছে।

গত অক্টোবরে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর এই ম্যাচ দিয়ে প্রথম বের্নাবেউয়ে ফিরবেন পরে সেভিয়ার দায়িত্ব নেওয়া কোচ হুলেন লোপেতেগি।

১৯ ম্যাচে সমান ৪০ পয়েন্ট বার্সেলোনা ও রিয়ালের। তবে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে মাদ্রিদের দলটি। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার চারে সেভিয়া।