দ্রুততম মানব-মানবী সেই ইসমাইল-শিরিন

ঘাসের ট্র্যাকেও আলো ছড়ালেন মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। মুজিব বর্ষে জাতীয় অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব-মানবীর মুকুট ধরে রেখেছেন ‍দুজনে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2020, 02:19 PM
Updated : 16 Jan 2020, 02:19 PM

২০০৫ সালের পর এই প্রথম ঢাকার বাইরে হলো জাতীয় অ্যাথলেটিক্স। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাক ছেড়ে প্রতিযোগিতা হলো ঘাসের ওপর।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন। গতবার ১০ দশমিক ২৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও নৌবাহিনীর এমএ রউফ ১০ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

মেয়েদের ১০০ মিটারে ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন শিরিন। জাতীয় অ্যাথলেটিক্সের গত আসরে ১১ দশমিক ৮০ সেকেন্ড নিয়ে মুকুট জিতেছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট।

হ্যান্ড টাইমিংয়ে হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর শরিফা খাতুন ১২ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন।

মেয়েদের ১৫০০ মিটার সেনাবাহিনীর সুমি আক্তার (৫ মিনিট ১০ দশমিক ৯০ সেকেন্ড), হাইজাম্পে একই দলের জান্নাতুল (১ দশমিক ৬৩ মিটার), শটপুটে আনসার ভিডিপির শ্রাবণী মল্লিক (১১ দশমিক ৮২ মিটার) সেরা হয়েছেন।

ছেলেদের শটপুটে নৌবাহিনীর এম ইব্রাহিম (১৪ দশমিক ২৮ মিটার), হাইজাম্পে একই দলের মাহফুজুর রহমান (২ মিটার), ৫০০০ মিটারে সেনাবাহিনীর আল আমিন (১৫ মিনিট ৫৩ দশমিক ৭০ সেকেন্ড) সেরা হন।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের প্রতিযোগিতা ঘাসের মাঠে অনুষ্ঠিত হওয়ার কারনে কোন অ্যাথলেটের রেকর্ড লিপিবদ্ধ করা হবে না।