ঘুরে দাঁড়িয়ে আর্সেনালকে হারাল চেলসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2019 10:04 PM BdST Updated: 30 Dec 2019 02:22 AM BdST
আশা জাগিয়েও ব্যর্থতার আবর্ত থেকে বের হতে পারল না আর্সেনাল। লম্বা সময় এগিয়ে থেকেও পেল হারের তেতো স্বাদ। শেষ দিকে দুই গোল করে তাদের আঙিনা থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি।
Related Stories
এমিরেটস স্টেডিয়ামে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে চেলসি। প্রথমার্ধে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় আর্সেনাল। শেষ দশ মিনিটে দুই গোল করে ম্যাচের চিত্র বদলে দেন জর্জিনিয়ো ও ট্যামি আব্রাহাম।
এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন রইল আর্সেনাল। শেষ ১৫ ম্যাচে তাদের জয় মাত্র একটি। আগের ম্যাচে বোর্নমাউথের মাঠে তারা ১-১ ড্র করেছিল। কোচ মিকেল আর্তেতার অধীনে যা ছিল গানারদের প্রথম ম্যাচ।
অন্যদিকে, দারুণ ছন্দে চলার মাঝে ল্যাম্পার্ডের দল হঠাৎই পথ হারিয়েছিল। গত ম্যাচে ঘরের মাঠে তারা হেরেছিল সাউথ্যাম্পটনের কাছে।
প্রথমার্ধে চেলসির তুলনায় গোছালো ফুটবল উপহার দেয় আর্তেতার দল। বিপরীতে বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও আর্সেনালের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না চেলসি। শেষ দিকে পাঁচ মিনিটে দুইবার সেই কঠিন কাজটি করে জয় নিয়ে ফেরে ‘ব্লুজ’ নামে পরিচিত দলটি।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে মেসুত ওজিলের কর্নারে হেডে বল ছোট ডি-বক্সে রাখেন ক্যালাম চেম্বার্স। কাছ থেকে হেডে ঠিকানা খুঁজে নেন আউবামেয়াং। লিগে গ্যাবন স্ট্রাইকারের এটি ত্রয়োদশ গোল। ১০ মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ ডিফেন্ডার চেম্বার্স। বদলি নামেন জার্মান ডিফেন্ডার স্কোড্রান মুস্তাফি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের পর আক্রমণ করেও সুবিধে করতে পারছিল না চেলসি। ৮৩তম মিনিটে মেলে সাফল্যের দেখা; স্কোরলাইনে সমতা আনেন জর্জিনিয়ো।
বাম প্রান্ত থেকে ম্যাসন মাউন্টের ফ্রি-কিক লাফিয়ে পাঞ্চ করতে গিয়ে নাগাল পাননি গোলরক্ষক লোনো। ভিতরে ঢুকে ঠাণ্ডা মাথায় ডান পায়ের টোকায় বল জালে পাঠান ইতালিয়ান মিডফিল্ডার।
পাঁচ মিনিট পর স্বাগতিকদের হতাশায় ডোবান আব্রাহাম। উইলিয়ানের কাটব্যাক পেয়ে দলের জয় নিশ্চিত করেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার দ্বাদশ গোল।
এই জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থান সুসংহত করল চেলসি। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। ৪ পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে নেমে গেছে আর্সেনাল।
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে