বার্সেলোনাকে জরিমানা

কাম্প নউয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচ চলাকালীন সময়ে বার্সেলোনার দর্শক সারি থেকে মাঠে হলুদ রঙয়ের বল নিক্ষেপ করা হয়েছিল। এর শাস্তি হিসেবে কাতালান ক্লাবটিকে দেড় হাজার ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2019, 10:03 AM
Updated : 21 Dec 2019, 10:24 AM

নিজেদের ওয়েবসাইটে শুক্রবার জরিমানার পাশাপাশি বার্সেলোনাকে সতর্ক করে একটি বিবৃতি দেয় ফেডারেশন। সেখানে বলা হয়, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে স্টেডিয়াম বন্ধের নিষেধাজ্ঞাও পেতে পারে কাতালান ক্লাবটি।

গত বুধবার ক্লাসিকো ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ম্যাচের ৫৫তম মিনিটে ঘটে অনাকাঙ্খিত সেই ঘটনা। কাতালোনিয়ার স্বাধীনতাকামী শীর্ষ নয় জন রাজনৈতিক নেতার বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের প্রতিবাদে মাঠে হলুদ রংয়ের বল ছুড়ে দেওয়া হয়। এসময় ৯০ সেকেন্ডের মতো খেলা বন্ধ ছিল।

শুরুতে ম্যাচটি হওয়ার কথা ছিল গত ২৬ অক্টোবর। কাতালুনিয়ার নয়জন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার নয় থেকে তেরো বছর মেয়াদে কারাদণ্ড হওয়ার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে ওঠে বার্সেলোনা। কাম্প নউয়ের বাইরে আহত হন ৪২জন বিক্ষোভকারী। নিরাপত্তার প্রশ্নে ক্লাসিকোর ভেন্যু ঠিক রেখে সূচিতে পরিবর্তন আনে কর্তৃপক্ষ।