পুলিশকে উড়িয়ে শুরু আবাহনীর

শুরুতে যা একটু লড়াই করল বাংলাদেশ পুলিশ এফসি। তাদের প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে একের পর এক গোল করে দাপুটে জয়ে ফেডারেশন কাপের মুকুট ধরে রাখার মিশন শুরু করল আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2019, 12:27 PM
Updated : 18 Dec 2019, 01:51 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতেছে প্রতিযোগিতাটির গত তিন আসরের চ্যাম্পিয়ন আবাহনী।

ব্রাজিলিয়ান মাইলসন আলভেসের হেড ক্রসবার ফিরিয়ে না দিলে দশম মিনিটে এগিয়ে যেতে পারত আবাহনী। চার মিনিট পর নাসিরউদ্দিন চৌধূরীর শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

এরপর তিন গোল করে পুলিশকে কোণঠাসা করে ফেলে আবাহনী। ২৮তম মিনিটে এদগার বার্নাদের ফ্রি কিকে কেরভেন্স ফিলস বেলফোর্ডের হেড জালে জড়ায়।

৩২তম মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো ইনে পুলিশের ডিফেন্ডার খান মোহাম্মদ তারা হেড করার পর দূরের পোস্টে থাকা নাবীব নেওয়াজ জীবন আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন।

৪২তম মিনিটে সোহেল রানার ক্রস বেলফোর্ট হয়ে ডি-বক্সের ভেতরে পেয়ে যান সানডে চিজোবা। ঠাণ্ডা মাথায় স্কোরলাইন ৩-০ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে স্পট কিকে ব্যবধান আরও বাড়ান বেলফোর্ট। ৭০তম মিনিটে রায়হানের থ্রো ইনের পর ডি-বক্সে এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।