বোকা জুনিয়র্সে পচেত্তিনোকে চান মারাদোনা

‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাব’ বোকা জুনিয়র্সের কোচ হিসেবে টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোকে চান ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2019, 09:53 AM
Updated : 17 Dec 2019, 10:31 AM

গত মাসে টটেনহ্যামের কোচের পদ থেকে পচেত্তিনো বরখাস্ত হওয়ার পর তার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের যোগাযোগ আছে বলে গুঞ্জন উঠেছে।

গুস্তাভো আলফারো সরে দাঁড়ানোর পর বোকা জুনিয়র্স নতুন কোচ খুঁজছে। আর্জেন্টনা সুপারলিগার ক্লাব হিমনাসিয়ার প্রধান কোচ মারাদোনা স্বদেশি পচেত্তিনোকে ক্লাব বোকার দায়িত্বে দেখতে চান।

খেলোয়াড়ী জীবনে দুই মেয়াদে বোকা জুনিয়র্সে খেলা মারাদোনা ক্লাবটির বর্তমান সভাপতি ও সহ-সভাপতির তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি ক্লাবটিতে সহ-সভাপতি হিসেবে যোগ দিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে। তারও সমালোচনা করেছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

মূলত ক্লাবটির প্রশাসনের প্রতি বিরক্তির কারণেই সেখানে ফেরার কোনো ইচ্ছে নেই তার। তবে কোচ হিসেবে নিজের পছন্দের কথা জানাতে দ্বিধা করেননি মারাদোনা।

“আমি যাব না…তবে এই পদে আমার পছন্দ মাউরিসিও পচেত্তিনোকে। আপনাদের তাকে রাজি করিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের দায়িত্ব দিতে হবে।”

সুপারলিগার টেবিলে আর্জেন্টিনোস জুনিয়র্সের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে বোকা। ২৪ দলের লিগে মারাদোনার দলের অবস্থান ২১তম।