ইউনাইটেডকে রুখে দিল এভারটন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2019 10:01 PM BdST Updated: 15 Dec 2019 10:32 PM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে রুখে দিয়েছে এভারটন।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববারের ম্যাচটি ১-১ ড্র হয়।
ডিফেন্ডার ভিক্তর লিনদেলোভের আত্মঘাতী গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়ে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে বদলি নেমে স্কোরলাইনে সমতা আনেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড।
লিগে নিজেদের আগের দুই ম্যাচে টটেনহ্যাম হটস্পার ও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারানো ইউনাইটেড এদিন প্রথমার্ধে উজ্জ্বীবিত ফুটবল খেলতে পারেনি। দ্বিতীয়ার্ধে গ্রিনউড বদলি নামার পর তাদের আক্রমণের ধার বাড়ে। অন্যদিকে, নতুন কোচের অধীনে রক্ষণ জমাট রেখে খেলতে থাকে এভারটন।
প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। ১২ গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন জেসে লিনগার্ড।
একাদশ মিনিটে গোলরক্ষকে একা পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন মার্কাস র্যাশফোর্ড। ২৮তম মিনিটে এই ইংলিশ ফরোয়ার্ডের ফ্রি-কিক ডানে ঝাঁপিয়ে রুখে দেন ইংল্যান্ড জাতীয় দলের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
ম্যাচের ৩৬তম মিনিটে ভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় এভারটন। কর্নারে হেড নিতে লাফিয়ে ওঠেন এভারটন ফরোয়ার্ড ডমিনিক কালভার্ট-লুইন। লাফিয়ে ওঠেন গোলরক্ষক দাভিদ দে হেয়াও। দুজনকে ফাঁকি দিয়ে বল তাদের পিছনে থাকা লিনদেলোভের মুখে লেগে জালে জড়ায়। ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।
৭৭তম মিনিটে সমতাসূচক গোলের দেখা পায় উলে গুনার সুলশারের দল। বাঁ-পায়ের দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন ১৮ বছর বয়সী গ্রিনউড। লিগ মৌসুমে এটি তার দ্বিতীয় গোল।
১৭ ম্যাচে ছয় জয় ও সাত ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে ইউনাইটেড।
একই সময়ে হওয়া অন্য ম্যাচে উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার উঠে এসেছে পাঁচে। জোসে মরিনিয়র দলের সংগ্রহ ২৬ পয়েন্ট।
চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৯। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ