ফাতেমার সোনালি জন্মদিন
মোহাম্মদ জুবায়ের কাঠমান্ডু থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2019 07:35 PM BdST Updated: 07 Dec 2019 08:39 PM BdST
৭ ডিসেম্বর, এতদিন ছিল কেবল জন্মদিনের শুভেচ্ছায় ভেসে যাওয়ার দিন। এবার সেটিকে নতুন রঙে রাঙালেন ফাতেমা মুজিব। দক্ষিণ এশিয়ান গেমসে গলায় পরলেন সোনার পদক। নিজের নামটিকে লিখে রাখলেন আন্তর্জাতিক পর্যায়ে ফেন্সিংয়ে প্রথম সোনাজয়ী বাংলাদেশি হিসেবে।
কাঠমান্ডুর নয়াবাজার কৃতিপুরে শনিবার ফাইনালে নেপালের রাবিনা থাপাকে ১৫-১০ পয়েন্টে হারান ফাতেমা। সেমি-ফাইনালে ভারতের দিয়ানা দেবীর বিপক্ষে ১৫-১১ ব্যবধানে জিতেন।
পণ করেছিলেন ফাতেমা; সোনার পদক জিতলেই উদযাপন করবেন জন্মদিন। নয়তো নয়। এমনকি সতীর্থদের জানাবেনও না।
“আজ আমার জন্মদিন। কিন্তু এ কথা কাউকে জানাইনি। ভেবে রেখেছিলাম যখন জিতব, তখন জানাব সবাইকে। জন্মদিনে সোনার পদক জিততে পেরে খুবই ভালো লাগছে।”
“ফেন্সিং রাজকীয় খেলা। খুব ড্রেস পরা থাকে। এটা দেখে খুব ভালো লাগে আমার। ভাইয়ের মাধ্যমে ২০১৩ সালে এই খেলায় আসি। ঘরোয়াতে ৪টি সোনা জিতেছি। দলগততে ৭টি। আত্মবিশ্বাস ছিল এখানে পারব। যদিও এখানকার কন্ডিশন খুব ভালো ছিল না।”
“প্রথমে লিগ পর্বে খেলেছি। শ্রীলঙ্কা, ভারতের প্রতিপক্ষকে হারানোর পর নেপালের প্রতিপক্ষকে ফাইনালে হারালাম। আত্মবিশ্বাস ভালো ছিল। প্রথম বিদেশে এসে সোনা জিতলাম। খুব ভালো অনুভূতি হচ্ছে।”
আনন্দ, উচ্ছ্বাসের মধ্যে কিছুটা বিষাদও জেঁকে ধরেছে ফাতেমাকে। এমন সাফল্য যে দেখতে পারলেন না ২০০১ সালে না ফেরার দেখে চলে যাওয়া মা হাসিনা বেগম।
“২০০১ সালে মা স্ট্রোক করে মারা গেছেন। মার কথা মনে পড়ছে।”
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে