‘পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস আছে আমাদের’

দক্ষিণ এশিয়ান গেমসে গত আসরে ছেলেদের ভলিবলে পাকিস্তানের কাছে হারের স্মৃতি ভুলে যায়নি বাংলাদেশ দল। এবার তাই সেমি-ফাইনালে প্রতিশোধ নেওয়ার প্রত্যয় হরসিতদের।

ক্রীড়া প্রতিবেদককাঠমান্ডু থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2019, 12:48 PM
Updated : 30 Nov 2019, 02:05 PM

ত্রিপুরেশ্বর কাভারড হলে শনিবার শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে ওঠে পাকিস্তান। দুই ম্যাচে একটি করে জয় ও হারে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ।

২০১৬ সালে শিলং-গুয়াহাটির আসরে চার সেটে গড়ানো ম্যাচে ৩-১ ব্যবধানে পাকিস্তানের কাছে হেরেছিল দল। প্রথম সেট ২৫-১৯ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেট ২৫-২১ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ালেও পরের দুই সেট বাংলাদেশ হেরে যায় ২৫-২০, ২৭-২৫ পয়েন্টে।

এবার স্বাগতিক নেপালকে ৩-২ সেটে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল ছেলেরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ।

আগামী রোববার বাংলাদেশ সময় বেলা দেড়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। অধিনায়ক হরসিত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার লক্ষ্য।

“পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস আছে আমাদের। ওদের কাছে গত এসএ গেমসে হেরেছিলাম, এবার ওদের হারাতে চাই। আর তা করতে হলে আমাদের সেরাটা দিতে হবে।”

“পাকিস্তানকে হারাতে পারলে আমরা ফাইনাল খেলতে পারব। অবশ্য ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। ফাইনালে উঠলে আমাদের একটা পদক নিশ্চিত হয়ে যাবে। আশা করি, ওদের হারিয়ে আমরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারব। কেননা, আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল সেমি-ফাইনালে খেলা এবং সেটা এরই মধ্যে পূরণ হয়েছে।”

“শুরুর দিকে এখানকার ঠাণ্ডা আবাহাওয়া ও উচ্চতার কারণে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল। আমার নিজেরও ঠাণ্ডা লেগে গিয়েছিল। তবে সেটা আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি ।”

নির্ভরযোগ্য খেলোয়াড় রাশেদ মেননও সুর মেলালেন অধিনায়কের সঙ্গে।

“পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস তো অবশ্যই আছে। তবে আসল কথা হচ্ছে, ওরা শক্তিশালী দল। ভারতকেও ওরা কদিন আগে হারিয়েছে। তাই আমাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে।”