ওমানের মাঠে বাংলাদেশের হার

প্রথম ভাগের লড়াই সমানে সমান। প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় স্বস্তি। দ্বিতীয়ার্ধের শুরুতেই উবে গেল সব স্বস্তি। ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ওমানের মাঠে বড় ব্যবধানে হারল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 03:54 PM
Updated : 14 Nov 2019, 06:15 PM

মাসকটের সুলতান কাবোস স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।

চার ম্যাচে এ নিয়ে তৃতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ। ওমান পেল তৃতীয় জয়। দুবারের মুখোমুখি লড়াইয়ে এটি তাদের দ্বিতীয় জয়। ১৯৮২ সালে পাকিস্তানের করাচিতে প্রীতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল তারা।

ইয়াসিন খান, রহমত মিয়া, রায়হান হাসান ও রিয়াদুল হাসান রাফি প্রথমার্ধে রক্ষণ রেখেছিলেন জমাট। পোস্টের নিচে আশরাফুল ইসলাম রানাও ছিলেন বিশ্বস্ততার প্রতীক হয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা ওমান সুবিধা করে উঠতে পারছিল না।

দশম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় বলের নাগাল পাওয়ার আগেই ফিস্ট করে ফেরান রানা। একটু পর জামাল ভূইয়ার দূরপাল্লার শট লাফিয়ে ফেরান ওমানের গোলরক্ষক। বিরতির আগে রক্ষণ সামলে খেলা বাংলাদেশের উল্লেখ করার মতো আক্রমণ এটিই।

২০তম মিনিটে আল-মানধারের নিচু শট সহজেই ফেরান রানা। আট মিনিট পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে পেয়েছিলেন মহসিন আল খালদি, কিন্তু ওমানের এই মিডফিল্ডার শট নেওয়ার আগেই ডিফেন্ডাররা বিপদমুক্ত করেন।

বিরতির আগে আবারও রানার দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। সালেহর হেড বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। যোগ করা সময়ে ওমান বেশ চাপ দিলেও সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দল।

গোছালো আক্রমণে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ওমান। দুই সতীর্থের পা ঘুরে পাওয়া বল নিখুঁত শটে জালে জড়ান মহসিন আল খালদি। ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারেননি রানা। ৬৮তম মিনিটে সতীর্থের লম্বা ক্রসে বল পেয়ে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন আল-মানধার। নয় মিনিট পর বদলি মিডফিল্ডার আশরাশাদের চলন্ত বলে নেওয়া বুলেট শট জালে জড়ালে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন হয়ে যায়।

৮১তম মিনিটে সতীর্থের হেড পাস পেয়ে সাইড ভলিতে ব্যবধান কমান বিপলু আহমেদ। শেষ দিকে রানার দারুণ সেভের পর আরেকটি আক্রমণ থেকে আমরান সাইদ বুদ্ধিদ্বীপ্ত শটে লক্ষ্যভেদ করলে হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এবারের বাছাইয়ে এটাই জেমি ডের দলের সবচেয়ে বড় ব্যবধানের হার।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে বিশ্বকাপের স্বাগতিক কাতার। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান। ভারতের সঙ্গে ড্র করা আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। ৩ পয়েন্ট নিয়ে ভারত আছে চার নম্বরে। ১ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ।

নিজেদের পঞ্চম ম্যাচে আগামী ২৬ মার্চে আফগানিস্তানের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। প্রথম পর্বে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল দল।