বঙ্গমাতা এশিয়ান ভলিবলে চ্যাম্পিয়ন নেপাল, বাংলাদেশ চতুর্থ

রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচের মতো ঘুরে দাঁড়ানোর গল্প তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লিখতে পারেনি বাংলাদেশ। কিরগিজস্তানের কাছে হেরে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছে মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 10:23 AM
Updated : 14 Nov 2019, 10:23 AM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ। আগের দিন দুই সেটে পিছিয়ে পড়ে কিরগিজস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল মেয়েরা।

একপেশে ম্যাচে প্রথম সেট ২৫-১৩, দ্বিতীয় সেট ২৫-১৪ পয়েন্টে হারের পরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তৃতীয় সেট হেরে যায় ২৫-১২ পয়েন্টে।

আফগানিস্তানকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছিল বাংলাদেশ। এ নিয়ে দুই জয় ও তিন হার নিয়ে টুর্নামেন্ট শেষ করল দল।

ফাইনালে দাপুটে খেলে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতার প্রথম আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। ২৫-১৩ ও ২৫-১২ ব্যবধানে শুরুর দুই সেট জিতে ম্যাচে চালকের আসনে বসে যাওয়া নেপাল তৃতীয় সেট জিতে নেয় ২৫-০৮ ব্যবধানে।