ফুটবল ছাড়ছেন স্পেনের শীর্ষ গোলদাতা ভিয়া

দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন দাভিদ ভিয়া। আগামী মাসে জাপানের জে-লিগ মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের শীর্ষ গোলদাতা ও বিশ্বকাপজয়ী তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 10:57 AM
Updated : 13 Nov 2019, 10:57 AM

ক্যারিয়ারে দেশের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভিয়া। আন্তর্জাতিক ফুটবলে ৫৯ গোল করা এই ফরোয়ার্ড ২০১৪ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে তিন বছর পর অবসর ভেঙে ২০১৭ সালে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে ফিরেছিলেন সাবেক এই বার্সেলোনা স্ট্রাইকার।

বার্সেলোনার হয়ে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা ৩৭ বছর বয়সী দীর্ঘ দিন ধরে অবসরে যাওয়া নিয়ে ভাবছিলেন বলে জানিয়েছেন।

“আমি নিজেই ফুটবল থেকে অবসর নিতে চেয়েছিলাম, আমাকে অবসর নিতে বাধ্য করা হয়নি।”

যুক্তরাষ্টের দল নিউ ইয়র্ক সিটিতে চার বছর খেলার পর চলতি বছর জাপানের ভিসেল কোবেতে যোগ দেন ভিয়া। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সারির দল কুইন্সবোরো এফসি-তে বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি।

“যদিও আমি আর মাঠে থাকব না। তবে অন্যভাবে ফুটবলের সঙ্গে যুক্ত থাকব আমি।”

২০০৫ সালে স্পেনের হয়ে অভিষেকের পর ৯৮ ম্যাচে অংশ নিয়ে ৫৯টি গোল করেছেন ভিয়া। ২০১০-১১ মৌসুমে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সেলোনার ৩-১ ব্যবধানের জয়ে দলের তৃতীয় গোলটি করেছিলেন তিনি।