সৌদি আরবে হবে ৪ দলের স্প্যানিশ সুপার কাপ

আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে বসবে নতুন রূপের স্প্যানিশ সুপার কাপের প্রথম আসর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 05:14 PM
Updated : 11 Nov 2019, 07:17 PM

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও ভালেন্সিয়া এই প্রতিযোগিতায় অংশ নেবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে জানায়, ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল, প্রতিটি ম্যাচই হবে ৬২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে।

৮ জানুয়ারিতে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া। পর দিন দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।

নতুন আঙ্গিকে প্রতিযোগিতাটি দেশের বাইরে আয়োজনের বিষয়টি সেপ্টেম্বরে গণমাধ্যমে এলে সমালোচনার মুখে পড়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বাণিজ্য ও অর্থকে খেলার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি করেছিলেন অনেকে।