প্রতিপক্ষের মাঠে আবারও হার ইউনাইটেডের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2019 08:34 PM BdST Updated: 02 Nov 2019 08:37 PM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও প্রতিপক্ষের মাঠে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার বোর্নমাউথের মাঠে হেরেছে উলে গুনার সুলশারের দল।
শনিবার ম্যাচটি ১-০ গোলে জেতে বোর্নমাউথ। চলতি লিগে এ নিয়ে চতুর্থ হারের দেখা পেল ইউনাইটেড। এগারো রাউন্ড শেষে তাদের জয় মাত্র তিনটি। গত রাউন্ডে নরিচ সিটিকে হারিয়ে চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছিল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত ইউনাইটেড। ডান প্রান্ত দিয়ে ড্যানিয়েল জেমসের বাড়ানো বলে পা ছোঁয়াতে পারেননি আন্দ্রেয়াস পেরেইরা। বৃষ্টিতে ভারি হয়ে যাওয়া মাঠে শরীরের ভারসাম্য রাখতে না পারায় ভুগেছেন দুই দলের ফুটবলাররাই।
প্রথমার্ধের শেষ মিনিটে জসুয়া কিংয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অ্যাডাম স্মিথের ক্রসে বল বুক দিয়ে নামিয়ে প্রথম ছোঁয়ায় মার্কার অ্যারন ওয়ান-বিসাকাকে ছিটকে দিয়ে দ্বিতীয় ছোঁয়ায় দারুণ ভলিতে জাল খুঁজে নেন নরওয়ের ফরোয়ার্ড।
৬২তম মিনিটে দাভিদ দে হেয়ার দৃঢ়তায় ব্যবধান দ্বিগুণ করতে পারেনি বোর্নমাউথ। ১৩ মিনিট পর কর্নারের বিনিময়ে আবারও দলকে রক্ষা করেন স্প্যানিশ গোলরক্ষক।
শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে দারুণ চাপ তৈরি করে মরিয়া ইউনাইটেড। ৮২তম মিনিটে বদলি ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের ভলি কাছের পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় তাদের।
১১ ম্যাচে ইউনাইটেডের সংগ্রহ ১৩ পয়েন্ট।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল