শুধু জামাল নয়, গোকুলাম কোচের ভাবনায় ‘চট্টগ্রাম আবাহনী’

সেমি-ফাইনালকে সামনে রেখে প্রতিপক্ষ অধিনায়ক জামাল ভূইয়ার প্রশংসায় পঞ্চমুখ হলেন ফেরনান্দো আন্দ্রেস সান্তিয়াগো। তবে জয়ের লক্ষ্য পূরণে কেবল জামাল নয়, চট্টগ্রাম আবাহনীকে পাহারায় রাখতে হবে বলে মনে করেন গোকুলাম কেরালা এফসির কোচ।

ক্রীড়া প্রতিবেদকচট্টগ্রাম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 02:34 PM
Updated : 27 Oct 2019, 02:34 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী সোমবার সন্ধ্যা ৭টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
 
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলেও গ্রুপ পর্বে হারের স্বাদ পেয়েছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে ‘বি; গ্রুপের রানার্সআপ হওয়া গোকুলাম হারেনি। তিন ম্যাচে দুই জয় ও এক ড্র তাদের। ছন্দে থাকা দল নিয়ে তাই আশাবাদী সান্তিয়াগো।
 
“সেমি-ফাইনালে আসতে পেরে আমরা খুশি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা ভালো খেলার চেষ্টা করব। আমরা অল্প প্রস্তুতি নিয়ে এসেছি কিন্তু এটা কোনো সমস্যা না, কেননা, এখানে আসার আগে আইএসএলের দলের সঙ্গে চারটি প্রীতি ম্যাচ খেলে এসেছি।”
 
“চট্টগ্রাম আবাহনী ভালো দল। তাদের দলে জাতীয় দলের খেলোয়াড় আছে। লুকার মতো ভালো স্ট্রাইকার আছে। আমরা মনোযোগী থাকার এবং ম্যাচটা জেতার চেষ্টা করব।”
 
“জামাল চমৎকার খেলোয়াড়। সে দলটার ভারসাম্য বজায় রাখে। তবে জামালসহ পুরো চট্টগ্রাম আবাহনীকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”
 
“আমরা মোহনবাগানের বিপক্ষে ৪০ হাজার দর্শকের সামনে খেলেছি। আমাদের ছেলেরা এরকম সমর্থকদের সামনে খেলতে অভ্যস্ত।”