বড় জয়ের পরও হতাশ মারুফুল!
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2019 10:09 PM BdST Updated: 19 Oct 2019 10:13 PM BdST
দাপুটে জয় দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি খুশি নন চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসকে ৪-১ গোলে হারিয়েছে বন্দরনগরীর দলটি।
তিন গোল করে প্রথমার্ধেই চালকের আসনে বসে যাওয়া চট্টগ্রাম আবাহনী দ্বিতীয়ার্ধে করে আরেকটি গোল। শেষ দিকে হজম করে একটি। আর এখানেই হতাশা কাজ করছে মারুফুলের।
“যে কোনো আসরের প্রথম ম্যাচ কঠিন হয়। আমাদের খেলতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে। তাছাড়া অনেক খেলোয়াড় বাইরে থাকায় টিম কম্বিনেশনের জন্য আমরা খুব বেশি সময় পায়নি। তারপরও এ ম্যাচে আমাদের লক্ষ্য ছিল গোল না হজম করার। সে লক্ষ্য পূরণ হয়নি।”
“সামর্থ্যের ৬০ ভাগ দিয়েছে ছেলেরা। আরও বেশি গোল না হওয়াতে হতাশ নই। হতাশা ক্লিনশিট রাখতে না পেরে।”
ম্যাচ জুড়ে দারুণ খেলেন আরিফুর রহমান। চতুর্থ মিনিটে এই মিডফিল্ডারের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। চিনেডু ম্যাথিউয়ের প্রথম গোলের নেপথ্যের কারিগর তিনি। সতীর্থের খেলায় মুগ্ধ চট্টগ্রাম আবাহনী অধিনায়ক জামাল ভূইয়া।
“আরিফুর দক্ষ এবং মেধাবী খেলোয়াড় বলেই জাতীয় দলে আছে। প্রথম গোলটি সে তৈরি করে দিয়েছে। শুরুতে গোল পেতেও পারত। আরিফুল আগামীর সেরা তারকা।”
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে