শেখ কামাল গোল্ড কাপের নায়ক হতে পারেন যারা
মোহাম্মদ জুবায়ের, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2019 12:56 AM BdST Updated: 19 Oct 2019 12:57 AM BdST
প্রথম আসরের চ্যাম্পিয়ন, বরাবরের মতো আয়োজকও চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্ট শুরু আগেই জানিয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা ফিরে পেতে চায় তারা। গত আসরের সেরা টিসি স্পোর্টসেরও লক্ষ্য থাকবে মুকুট ধরে রাখা।
লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিতে চাইবে এ মৌসুমেই আরেকটি শিরোপার স্বাদ। ঐতিহ্যবাহী মোহনবাগন, চেন্নাই সিটি এএফসি, টেরেঙ্গানু এফসি কিংবা ইয়াং এলিফ্যান্টস এফসিও চাইবে না খালি হাতে ফিরতে। দলের চাওয়া পূরণের মহাভার যাদের বা যে জুটির ওপর থাকতে পারে, তাদের নিয়ে এ আয়োজন।
বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১৯ অক্টোবর শুরু হবে প্রতিযোগিতার তৃতীয় আসর। ২০১৫ সালে প্রথম আসরের শিরোপা জিতেছিল চট্টগ্রাম আবাহনী। ২০১৭ সালের চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস।
চট্টগ্রাম আবাহনী: মিডফিল্ডে জামাল, আক্রমণভাগে টাগো
চট্টগ্রামবাসীর নিরঙ্কুশ সমর্থন তো থাকবেই, খেলাও খুব ভালো করে চেনা মাঠে। অনেক কিছুই চট্টগ্রাম আবাহনীর পক্ষে। এবারের আসর সামনে রেখে সাইফ স্পোর্টিং ক্লাব থেকে ‘ধারে’ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়াকে নিয়েছে তারা। ‘আগামীকাল ভারতীয়দের হৃদয় ভাঙতে যাচ্ছি’-রীতিমতো এই ঘোষণা নিয়ে প্রতিপক্ষের মাঠ সল্ট লেক স্টেডিয়াম থেকে ড্র নিয়ে ফেরা এই মিডফিল্ডার হতে পারেন এ টুর্নামেন্টে বাকিদের ‘হৃদয় ভাঙার’ কারণ।

বসুন্ধরা কিংস: আক্রমণভাগে সোলেরা-মতিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অভিষেক মৌসুমেই দলের শিরোপা জয়ে আক্রমণভাগে দারুণ আলো ছড়িয়েছিলেন এই দুই ফরোয়ার্ড। কোস্টারিকার হয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ খেলা দেনিয়েল কলিন্দ্রেস সোলেরা গোল করেন ১১টি। দেশি ফরোয়ার্ড মতিন মিয়াও কম যাননি; তারও গোল ১১টি।
শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে ইয়াসিন খান এবার পাড়ি জমিয়েছেন কিংসের আঙিনায়। ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে সুনীল ছেত্রী, আশিক কুরুনিয়ানদের অকার্যকর করে রাখা এই ডিফেন্ডারও হতে পারেন কিংসের সাফল্যের ‘নায়ক’। পরিক্ষীত এই যোদ্ধারা ঢাল হয়ে দাঁড়ালে স্বাধীনতা কাপ ও লিগ শিরোপার পর প্রথমবার শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপে অংশ নিয়েই বাজিমাত করতে পারে বসুন্ধরা।
মোহনবাগান: রক্ষণে সাইরাস, মিডফিল্ডে সানচেস

টেরেঙ্গানু এফসি: ‘আবাহনীর’ লি টাক
এদেশের ঘরোয়া ফুটবলে নিকট অতীতে পারফরম্যান্স দিয়ে ছাপ রেখে যাওয়া বিদেশিদের মধ্যে লি টাক অন্যতম। ইংলিশ এই ফরোয়ার্ড ২০১৫-১৬ মৌসুমে আবাহনীর লিগ চ্যাম্পিয়ন করার পাথে ১০ গোল করেছিলেন। সতীর্থদের গোলে অবদান রাখা, নিখুঁত ফ্রি কিকে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে দেওয়া এই ইংলিশ ফরোয়ার্ড আবাহনীকে বিদায় বলেন মৌসুম শেষে। মালয়েশিয়ার দল টেরেঙ্গানু এফসির হয়ে চট্টগ্রামে এসেছি তিনি। এখন পর্যন্ত মালয়েশিয়ান সুপার লিগে শিরোপা স্বাদ না পাওয়া টেরেঙ্গানু তাকিয়ে থাকবে বাংলাদেশের ফুটবলকে ভালোভাবে চেনা ৩১ বছর বয়সীর দিকে।
চেন্নাই সিটি এফসি: স্প্যানিশে ঠাসা আক্রমণভাগ
ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) জয়ে দলের আক্রমণভাগে তিন স্প্যানিশ ফরোয়ার্ড ছিলেন দুর্দান্ত। পেদ্রো মানসি ২১টি, সান্দ্রো রদ্রিগেস ৯টি, নেস্তোর গর্দিলো গোল করেছিলেন ৮টি। এই ধারালো আক্রমণভাগ নিয়ে এলে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপে এলে চেন্নাই সিটি এফসি উড়িয়ে দিতে পারে যেকোনো দলকে।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম