মার্তিনেস ও দিবালাকে নিয়ে আশাবাদী আর্জেন্টিনা কোচ

আর্জেন্টিনা দলে দুই ফরোয়ার্ড পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেসের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 11:39 AM
Updated : 9 Oct 2019, 11:39 AM

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে জার্মানির মুখোমুখি হবে স্কালোনির দল। এর আগে সংবাদ সম্মেলনে ইউভেন্তুস তারকা দিবালা ও ইন্টার মিলানে খেলা মার্তিনেসের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন কোচ।

“আমি মনে করি, পরিবর্তন ও পুনর্গঠনের মাঝে তারা অনেক বছর আর্জেন্টিনা দলে খেলবে…তারা ভালো বন্ধু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা এই জার্সির ভবিষ্যত। গত রোববারের ম্যাচটি ছিল (সেরি আয় ইন্টার মিলান বনাম ইউভেন্তুস) দারুণ এবং আমরা আশা করি তারা একসঙ্গে (বুধবার) ভালো খেলবে।”

ইতালিয়ান শীর্ষ লিগের ম্যাচটিতে ইউভেন্তুসের ২-১ ব্যবধানের জয়ে গোল করেছিলেন দুজনেই।

আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের নিষেধাজ্ঞায় থাকায় দলে নেই অধিনায়ক লিওনেল মেসি। গত কোপা আমেরিকার পর থেকে দুই তারকা আনহেল দি মারিয়া ও সের্হিও আগুয়েরোও নেই দলে। আর কোপা লিবের্তাদোরেস ম্যাচের জন্য স্কালোনির দলে রাখা হয়নি বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের কোনো খেলোয়াড়কে।

আসন্ন কোপা আমেরিকা ও আগামী বছর শুরু হতে যাওয়া ২০২২ বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে চূড়ান্ত দল গঠনের এটাই শেষ ধাপ বলে মনে করছেন স্কালোনি।

জার্মানি ম্যাচের পর আগামী রোববার আরেক প্রীতি ম্যাচে একুয়েডরের মুখোমুখি হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।