ফুটবলকে শোয়াইনস্টাইগারের বিদায়

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আগেই। এবার সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2019, 04:24 PM
Updated : 8 Oct 2019, 04:24 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল শিকাগো ফায়ারে খেলা শোয়াইনস্টাইগার।

১৭ বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন বায়ার্ন মিউনিখে। জার্মানির সফলতম ক্লাবটির হয়ে আটটি বুন্ডেসলিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

২০০২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বায়ার্নে খেলার পর শোয়াইনস্টাইগার যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর ২০১৭ সালের মার্চে যোগ দেন শিকাগো ফায়ারে।

জার্মানির ইতিহাসের অন্যতম সফল এই ফুটবলার দেশটির ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১৬ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন তারকা এই ফুটবলার।