মেসির ‘সেঞ্চুরি’

চোটের জন্য অনেক সময় মাঠের বাইরে ছিলেন। এর ফাঁকে সেভিয়া ম্যাচের আগে যে সময়টুকুতে খেলেছেন তাতে গোলের দেখা পাননি লিওনেল মেসি। জালের দেখা পেতে একটু যেন মরিয়া হয়ে উঠেছিলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। অবশেষে দুর্দান্ত এক ফ্রি কিকে খুঁজে পেলেন ঠিকানা। বার্সেলোনার হয়ে করলেন ডি-বক্সের বাইরে থেকে গোলের সেঞ্চুরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 09:32 PM
Updated : 6 Oct 2019, 09:35 PM

কাম্প নউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে সবশেষ গোলটি করেন মেসি। সেভিয়ার বিপক্ষে ৩৮ ম্যাচে এটা তার ৩৭তম গোল।

এই গোলে আরেকটি কীর্তি গড়েছেন লা লিগার সফলতম গোলদাতা। একবিংশ শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১৬ মৌসুমে গোল করলেন মেসি।

সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে ডি-বক্সের বাইরে থেকে একশ গোল করলেন মেসি। এর ৪৩টি করেছেন সরাসরি ফ্রি কিকে।