লিগ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল, চেলসি ও ম্যানইউ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2019 03:51 AM BdST Updated: 26 Sep 2019 03:56 AM BdST
নিজেদের ম্যাচে সহজেই জিতে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল ও চেলসি। আর টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় জিতে পরের রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
তৃতীয় রাউন্ডে তৃতীয় সারির ক্লাব মিল্টন কেইন্স ডন্সের মাঠে ২-০ গোলে জিতেছে লিভারপুল। ঘরের মাঠ চতুর্থ সারির দল গ্রিম্সবি টাউনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরুতেই তিন মিনিটের ব্যবধানে দুই গোল পেয়ে যায় চেলসি। চতুর্থ মিনিটে রস বার্কলির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মিচি বাতসুয়াই। উনবিংশ মিনিটে ব্যবধান কমান ম্যাট গ্রিন। ৪৩তম মিনিটে চেলসির স্কোরলাইন ৩-১ করেন পেদ্রো।
৫৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ান কুর্ট জুমা। আর শেষ ১০ মিনিটে আরও তিন গোল করে বিশাল জয় নিশ্চিত করে চেলসি।

এই নিয়ে তৃতীয়বারের মতো লিগ কাপের কোনো ম্যাচে সাত গোল করল চেলসি। ১৯৬০-৬১ মৌসুমে টুর্নামেন্টের অভিষেক আসরে মিলওয়াল ও ডনক্যাস্টারের বিপক্ষে সাত গোল করে করেছিল লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবটি।
আর ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় সারির দল রোচডেলের সঙ্গে ইউনাইটেডের ম্যাচের নির্ধারিত সময় ১-১ ড্রয়ে শেষ হয়। পরে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জেতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া উলে গুনার সুলশারের দল।
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)