আর্জেন্টিনার ফুটবলে মারাদোনা ফেরায় খুশি মেসি

স্বদেশি কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা দেশের প্রথম বিভাগের ক্লাব হিমনাসিয়ার দায়িত্ব নেওয়ায় ভীষণ খুশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2019, 04:16 PM
Updated : 25 Sept 2019, 04:16 PM

১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া মারাদোনা ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত দেশের জাতীয় দলের কোচ ছিলেন। এরপর মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস দে সিনালোয়া ও  সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবে কোচ হিসেবে কিছুদিন ছিলেন। 

মিলানের অপেরা হাউজ লা স্কালায় সোমবার ভার্জিল ফন ডাইক ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জেতেন ৩২ বছর বয়সী মেসি। এরপর ফিফাকে দেওয়া এক দেওয়া এক সাক্ষাৎকারে দেশের ফুটবলে মারাদোনার গুরুত্ব নিয়ে কথা বলেন এই তারকা।

“ অবশ্যই তাকে ফিরতে দেখে, আবারও কোচিংয়ে দেখে আমি উচ্ছ্বসিত। যখন তিনি জাতীয় দলের কোচ ছিলেন, আমি আর্জেন্টিনা দলে ছিলাম। তিনি আসলেই এর সর্বোচ্চটুকু উপভোগ করতেন।”

“এখন তাকে হিমনাসিয়ার হয়ে একই কাজ করতে হবে। আর্জেন্টাইন ফুটবলে তিনি ফেরায় আমি খুশি।”