সেমিতে ভুটানকে পেলো বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2019 07:16 PM BdST Updated: 25 Sep 2019 07:28 PM BdST
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালের প্রতিপক্ষ হিসেবে ভুটানকে পেয়েছে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারায় ভারত।
গ্রুপ পর্বে ভারত ও বাংলাদেশের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
গ্রুপের ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট, গোল সমান হওয়ায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ড্রয়ে ভারত গ্রুপ সেরা ও বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়।
আগামী শুক্রবার প্রথম সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের সেরা ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ মালদ্বীপের মুখোমুখি হবে ভারত।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় গত দুই দেখায় ভুটানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। ২০১৫ সালের প্রথম আসরে গ্রুপ পর্বে ২-০ গোলে এবং ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ৩-০ ব্যবধানে জিতেছিল দল।
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)