বয়সভিত্তিক সাঁতারে বিকেএসপি সেরা

৫১টি সোনা, ৫৮টি রুপা ও ৩৫টি ব্রোঞ্জ মিলিয়ে ১৪৪টি পদক নিয়ে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে দলগত সেরা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 01:08 PM
Updated : 12 Sept 2019, 01:08 PM

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার বয়সভিত্তিক সাঁতারের ৩৩তম আসরের তৃতীয় ও শেষ দিনে আরও ৮টি রেকর্ড গড়েন সাঁতারুরা। সব মিলিয়ে এবার রেকর্ড হয়েছে ২৮টি।

২৪টি সোনা, ১৭টি রুপা ও ১৯টি ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। পাবনার ইছামতি সুইমিং ক্লাব ১০টি সোনা, ২টি রুপা ও ৩টি ব্রোঞ্জ নিয়ে হয়েছে তৃতীয়।

৪টি রেকর্ডসহ ৭টি ইভেন্টে প্রথম হয়ে বিকেএসপির মোবারক হোসেন ছেলেদের মধ্যে হয়েছেন সেরা সাঁতারু। একটি রেকর্ডসহ ৭টিতে সোনা জিতে মেয়েদের বিভাগে সেরা বাংলাদেশ আনসারের এনি খাতুন।