মেসির সঙ্গে সালাহর মিল দেখছেন ভেঙ্গার

লিভারপুলে আসার পর থেকে ছন্দে থাকা মোহামেদ সালাহর খেলায় মুগ্ধ আর্সেন ভেঙ্গার। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে এই ফরোয়ার্ডের খেলার ধরনে মিল খুঁজে পান ফরাসি এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2019, 03:33 PM
Updated : 7 Sept 2019, 03:35 PM

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির মাঠে লিভারপুলের ৩-০ গোলে জেতা ম্যাচে সতীর্থ সাদিও মানে সুবিধাজনক অবস্থায় থাকার পরও তাকে বল না দিয়ে নিজেই গোল করার চেষ্টা করেন সালাহ। তাতে কড়া সমালোচনার মুখে পড়েন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

ভেঙ্গার অবশ্য সালাহর এই প্রচেষ্টায় খুব নেতিবাচক কিছু দেখছেন না। অভিজ্ঞ এই কোচের মতে, সে ভালো একজন  ফিনিশার। তবে তার পরিণতি বোধ আসতে একটু সময় লাগবে।

“মেসির সঙ্গে তার (সালাহ) মিল আছে। তবে তাকে অবশ্যই মেসির মতো ধারাবাহিক হতে হবে। সে একজন  ভালো ফিনিশার। কিন্তু মেসি পরিপূর্ণ। সে সতীর্থদের দিয়ে গোলও করায়।”

“সালাহর নিজে গোল করার কিছুটা ঝোঁক আছে। তবে যখন আরেকটু পরিণত হবে তখন সে বুঝতে পারবে কখন সতীর্থকে বল বাড়াতে হবে আর  কখন নিজেই কাজ শেষ করতে হবে।”