লিভারপুলের জয়ের ম্যাচে ফিরমিনোর ইতিহাস

কিছুটা সৌভাগ্যপ্রসূত গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করলেন সাদিও মানে। প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রবের্তো ফিরমিনো। টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ল লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2019, 06:23 PM
Updated : 31 August 2019, 08:17 PM

বার্নলির মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে লিভারপুল। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

পঞ্চম মিনিটে মোহামেদ সালাহর বাঁকানো শট পোস্টে লেগে ফিরলে গোলের অপেক্ষা বাড়ে গত লিগে রানার্সআপ হওয়া লিভারপুলের। ৩৩তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আগের ম্যাচে আর্সেনালকে হারিয়ে আসা দলটি।

ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের উঁচু করে নেওয়া শটে বল সামনে দাঁড়ানো ক্রিস উডের মাথায় লেগে আরও উপরে উঠে গিয়ে দূরের পোস্ট দিয়ে ক্রসবার ঘেঁষে জালে জড়ায়। ঠেকানোর কোনো চেষ্টাই করতে পারেননি গোলরক্ষক।

চার মিনিট পর বার্নলির ইংলিশ ডিফেন্ডার বেন মির ভুল পাস থেকে পাওয়া বল ধরে ফিরমিনো বাড়ান মানেকে। নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সেনেগালের এই ফরোয়ার্ড।

দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যাওয়া লিভারপুল দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না। অবশেষে ৮০তম মিনিটে প্রতিআক্রমণ থেকে তৃতীয় গোলের দেখা পায় ইউরোপের চ্যাম্পিয়নরা।

সতীর্থের থ্রু বল ধরে দুই ডিফেন্ডারকে কাটাতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারান মিশরের ফরোয়ার্ড সালাহ। তখনই সামনে থাকা ফিরমিনো জোরালো শটে জাল খুঁজে নেন; গড়েন প্রথম ব্রাজিলিয়ান হিসেবে প্রিমিয়ার লিগে ৫০ গোল করার ইতিহাস।

শেষ দিকে গোলরক্ষককে একা পেয়েও বার্নলিকে ব্যবধান কমানো গোল এনে দিতে পারেননি জে রদ্রিগেস। 

শনিবার অন্য ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে সের্হিও আগুয়েরোর জোড়া গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি।

সাউথ্যাম্পটনের মাঠ থেকে ১-১ ড্র নিয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ২-২ ড্র করে চেলসি।

ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির পয়েন্ট সমান ৫ করে।