ইউভেন্তুসের পরের দুই ম্যাচে থাকছেন না কোচ সাররি

নিউমোনিয়ায় আক্রান্ত কোচ মাওরিসিও সাররি সেরি আয় দলের পরের দুই ম্যাচে ডাগ আউটে থাকবেন না বলে জানিয়েছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2019, 11:17 AM
Updated : 23 August 2019, 11:17 AM

গত রোববার ত্রাইয়েসতিনার বিপক্ষে প্রীতি ম্যাচেও মাঠে ছিলেন না সাররি। প্রাথমিকভাবে ৬০ বছর বয়সী এই ইতালিয়ান ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হয়েছিল।

শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় সেরি আয় নিজেদের পরের ম্যাচে পার্মার মুখোমুখি হবে ইউভেন্তুস। পরের সপ্তাহে খেলবে নাপোলির বিপক্ষে। এ দুটি ম্যাচে ডাগ আউটে থাকবেন না সাররি।

এক বিবৃতিতে সাররি ভালোভাবে সেরে উঠছেন বলে জানিয়েছে ইউভেন্তুস। তার আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে।

এ বছরের জুনে ইউভেন্তুসকে টানা পাঁচ মৌসুম সেরি আ জেতানো কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন সাররি।