বার্সা থেকে বায়ার্নে কৌতিনিয়ো

বার্সেলোনা থেকে ধারে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। দুই ক্লাব এ নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে বলে শুক্রবার রাতে জানানো হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2019, 03:09 AM
Updated : 17 August 2019, 03:09 AM

শুক্রবার দলের সঙ্গে আথলেতিক বিলবাওয়ে লা লিগার প্রথম ম্যাচে খেলতে যাওয়া কৌতিনিয়োকে ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। পরে বার্সেলোনার এক পরিচালক তাকে ধারে বায়ার্নে পাঠানো হবে বলে জানান।

জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের ক্রীড়া পরিচালক জানান, এক বছরের জন্য ধারে নেওয়া কৌতিনিয়োকে কেনারও সুযোগ রাখা হয়েছে। মেডিকেল পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে।

লিভারপুল থেকে ২০১৮ সালের জানুয়ারিতে ২৭ বছর বয়সী কৌতিনিয়ো বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ক্লাবটির রেকর্ড ১২ কোটি ইউরো ট্রান্সফার ফিতে।

ব্রাজিলের হয়ে ৫৬টি ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন কৌতিনিয়ো।

বার্সেলোনায় সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৬টি ম্যাচে ২১ গোল করা কৌতিনিয়ো দলটির হয়ে জিতেছেন লা লিগার দুটি শিরোপা। তবে দলে বড় প্রভাব রাখতে পারেননি। এবারের দল বদলে আতলেতিকো মাদ্রিদ থেকে ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানকে আনে বার্সেলোনা। চলছে নেইমারকে ফেরানোর চেষ্টাও।