টটেনহ্যাম থেকে আতলেতিকোয় ট্রিপিয়ার

টটেনহ্যাম হটস্পার থেকে ইংল্যান্ডের ডিফেন্ডার কিরান ট্রিপিয়ার আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 07:05 PM
Updated : 17 July 2019, 07:05 PM

লা লিগার ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ট্রিপিয়ারের। ২৮ বছর বয়সী এই রাইট ব্যাককে কিনতে কত খরচ হয়েছে তা অবশ্য জানায়নি স্পেনের ক্লাবটি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই কোটি পাউন্ড গুণতে হয়েছে দলটিকে।

২০১৫ সালে বার্নলি থেকে টটেনহ্যামে যোগ দিয়ে দলটির হয়ে ১০০ এর বেশি ম্যাচ খেলেছেন ট্রিপিয়ার। লন্ডনের ক্লাবটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি ছিল তার।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের সেমি-ফাইনালে ওঠায় বড় অবদান ছিল ট্রিপিয়ারের। শেষ চারে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হারের ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি। আর গত মৌসুমে টটেনহ্যামের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ট্রিপিয়ারের।

এবারের গ্রীষ্মে এই নিয়ে তৃতীয় ডিফেন্ডার হিসেবে আতলেতিকোয় যোগ দিলেন ট্রিপিয়ার। এর আগে দুই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক ফেলিপে ও লেফট-ব্যাক রেনান লোদিকে দলে নিয়েছিলেন কোচ দিয়েগো সিমেওনে।