আবারও চট্টগ্রাম আবাহনী-সাইফ স্পোর্টিং পয়েন্ট ভাগাভাগি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বেও পয়েন্ট ভাগাভাগি করেছে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 12:24 PM
Updated : 10 July 2019, 03:25 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথম পর্বে হয়েছিল গোলশূন্য ড্র।

তৃতীয় মিনিটে দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে নিখুঁত শটে সোহেল মিয়া এগিয়ে নেন চট্টগ্রাম আবাহনীকে। একাদশ মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় সাইফের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেস্সান্দ্রো সেলিনের ফ্রি কিক গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে।

২৬তম মিনিটে ইমরান হাসান রিমনের কর্নার থেকে কলম্বিয়ার ফরোয়ার্ড দেইনের আন্দ্রেস করদোবা হেডে সমতায় ফেরান আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করে আসা সাইফকে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও সাইফ গোলবঞ্চিত হয়। জকিরভের কর্নার গোলরক্ষক মোহাম্মদ নেহাল ফেরানোর পর জামাল ভূইয়ার শট ক্রসবারে লেগে ফিরে।

১৯ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সাইফ। দিনের অন্য ম্যাচে  মোহামেডানকে শেখ জামাল ২-১ গোলে হারানোয়  ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে চট্টগ্রাম আবাহনী।