মেয়েদের বিশ্বকাপের সেমিতে নেদারল্যান্ডস, সুইডেন

প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার হাতছানি ছিল দুই দলের সামনে। ইতালিকে হারিয়ে লক্ষ্য পূরণ করেছে নেদারল্যান্ডস। অপর কোয়ার্টার-ফাইনালে জার্মানির বিপক্ষে জিতেছে সুইডেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2019, 03:21 PM
Updated : 29 June 2019, 06:39 PM

শনিবার কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতে মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। শেষ আটের পরের ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারায় সুইডেন। ২০০৩ সালের ফাইনালে জার্মানির কাছে হেরেই শিরোপা স্বপ্ন ভেঙেছিল সুইডিশদের।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ‍বুধবার মুখোমুখি হবে নেদারল্যান্ডস-সুইডেন। আগের দিন প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও তিনবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের ভ্যালনসিয়েনে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোলে জয়ের পথে এগিয়ে যায় ডাচরা। ৭০তম মিনিটে ভিভিয়ানে মিডেমা দলকে এগিয়ে নেওয়ার দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্টেফানি। ‍দুজনেই হেডে লক্ষ্যভেদ করেন।

রেনেতে হওয়া শেষ কোয়ার্টার-ফাইনালের ষোড়শ মিনিটে লিনা মাগুলের গোলে এগিয়ে যায় জার্মানি। ২২তম মিনিটে সোফিয়া ইয়াকবসন সমতা ফেরানোর পর সুইডেনকে ৪৮তম মিনিটে এগিয়ে নেন স্টিনা ব্লাকস্টেনিউস। বাকিটা সময় গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডিশরা।