উরুগুয়েকে রুখে দিল জাপান

কোপা আমেরিকায় জয়ের ধারা ধরে রাখতে পারেনি উরুগুয়ে। আগের ম্যাচে একুয়েডরকে উড়িয়ে দেওয়া দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই দফা পিছিয়ে পড়ার পর ড্র করেছে জাপানের সঙ্গে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2019, 05:00 AM
Updated : 21 June 2019, 05:00 AM

পোর্তো আলেগ্রেতে শুক্রবার বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-২ ড্রয়ে রুখে দেয় জাপান।

এবারের কোপা আমেরিকায় আমন্ত্রিত দল জাপান নিজেদের প্রথম ম্যাচে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন চিলির কাছে ৪-০ গোলে হেরেছিল। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে একুয়েডরকে একই ব্যবধানে উড়িয়ে দিয়েছিল উরুগুয়ে।

২৫তম মিনিটে কোজি মিওশি দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করে জাপানকে এগিয়ে নেন।  সাত মিনিট পর স্পট কিকে উরুগুয়েকে সমতায় ফেরান লুইস সুয়ারেস। ডি-বক্সের মধ্যে এদিনসন কাভানি ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৫৯তম মিনিটে বাঁ পায়ের শটে ফের জাপানকে এগিয়ে নেন মিওশি। ৬৪তম মিনিটে দিয়েগো গদিনের হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ার দুই মিনিটি পর কর্নার থেকে হেডে দলকে সমতায় ফেরান হোসে হিমিনেস।

দুই ম্যাচে ১টি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে উরুগুয়ে। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাপান।